Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত ॥ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বানিয়াচং সদরের গ্যানিংগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্টানকে অর্থন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছাব্বির আহমদ আকুঞ্জির যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের পক্ষে এ অভিযানে সহযোগিতায় ছিলেন এসআই জুলহাসসহ একদল পুলিশ। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া। মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি এবং কাপড় ব্যবসায়ীরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশীদামে কাপড় বিক্রি করায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমান করা হয়। তন্মধ্যে মুদিমাল ব্যবসায়ী আব্দুর রশিদ ৫শ, অঞ্জন মোদক ১ হাজার, সাব উদ্দিন ১ হাজার, অমর রায় ১ হাজার, কাপড় ব্যবসায়ী কামরুল ১ হাজার, হাবিবুর রহমান ১ হাজার এবং হারিছ মিয়াকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়। এসময় ইউএনও মোঃ মামুন খন্দকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রথমবার আমরা কঠোর হলাম না, পরবর্তীতে অভিযানে কোন ব্যবসায়ীর দোকানে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়া যায় কিংবা সরকার কর্তৃক বেঁধে দেয়া কাপড়ে ২০%এর বেশী মুনাফা করলে প্রমান সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।