Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখো ভক্তবৃন্দকে কাদিয়ে চিরনিদ্্রায় সুলতানশী হাবেলীর পীর আউলিয়া মিয়া

স্টাফ রিপোর্টার ॥ লাখো ভক্তবৃন্দকে কাদিয়ে চিরনিদ্্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীর সু-শিক্ষিত পন্ডিত নামে খ্যাত বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক সাধক পীরে ক্বামেল সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে সৈয়দ আওলিয়া মিয়া সাহেব। গত রবিববার সকাল ১১ টায় সুলতানশী মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ জেলার বিভিন্ন স্থানকে আসা হাজার হাজার মুসল্লিয়ানদের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাই সৈয়দ গোলাম কিবরিয়া। পরে মোনাজাত শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত শনিবার সকাল ৬ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনক কারণে ইন্তেকাল করেন সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতী ওরফে সৈয়দ আউলিয়া মিয়া সাহেব। তাঁর মৃত্যর সংবাদ শুনে সুলতানশী হাবিলীসহ ভক্তমহলে শোকের ছায়া নেমে আসে। অভিভাবক শূন্য হয়ে পড়ে সুলতানশী হাবিলী।