Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার মাংসের দর নির্ধারণ

গরুসহ অন্যান্য পশুর মাংসের দর নির্ধারণ করেছে হবিগঞ্জ পৌরসভা। সোমবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মাংসের দর নির্ধারন করা হয়। সিদ্ধান্ত অনুয়াযী নির্ধারিত দর হলো গরু প্রতি কেজি মাংস ৫০০ টাকা, খাসী প্রতি কেজি ৭০০ টাকা, মহিষ প্রতি কেজি ৪৭৫ টাকা, ভেড়া ৫৫০ টাকা ও ছাগল প্রতিকেজি ৬০০ টাকা।
এছাড়াও সভায় মাংস বিক্রির বিভিন্ন নিয়মনীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। জবাইকৃত পশুর মাংসের গায়ে পৌরসভা প্রদত্ত সীল নিশ্চিতকরনসহ মাংস বিক্রেতাগন নির্ধারিত স্থানে মাংস বিক্রি করবেন। মাংস বিক্রেতাগনকে অবশ্যই বিএসটিআই অনুমোদিত ডিজিটাল মেশিন পাল্লা ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়। মাংস বিক্রেতাগনকে অবশ্যই মরা, অসুস্থ, রোগা, জীর্নশীর্ণ, দুগ্ধবতী, গর্ভবতী পশু জবাই করা হতে বিরত থাকতে হবে। মাংসের দোকানগুলোতে ক্রেতা সাধারনের নজরে পড়ে এমন স্থানে রেইট সম্বলিত বোর্ড স্থাপন করতে হবে। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. এ. জেড এম ওয়াহিদুল আলম, হবিগঞ্জ পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর সহিদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও হবিগঞ্জ পৌরসভার তালিকাভূক্ত মাংস বিক্রেতাগন।