Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এডভোকেসি সভায় জেলা প্রশাসক মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন স্থানীয় সরকারসহ সমন্বিত উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় এবং বেসরকারীভাবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে এসডিজি অর্জন করা। জাতিসংঘসহ সারা বিশ্ব আজ এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। বাংলাদেশ ইতিমধ্যে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক সফলতা অর্জন করেছে। তিনি গতকাল জেলা প্রশাসনের আয়োজনে ইএসএআইডি’র অর্থায়নে মা-মনি এমএনসিএস প্রকল্পের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। জেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ সফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সুমন কুমার বসাক, আধুনিক জেলা সদর হাসপাতালে তত্ত্বাধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব, সেইভ দা চিলড্রেন এর ডাঃ যতন ভৌমিক প্রমুখ। সভায় হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবেদন উপস্থাপন করে ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা।