Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রশিক্ষণপ্রাপ্ত গরিব দুস্থ ও অসহায় নারীদের মাঝে জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত গরিব দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কদ্দুছ আলী সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল আমীন ওসমান। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ আশিক মিয়া, মোঃ ফরিদ মিয়া তালুকদার, মহিলা সদস্য রওশন আরা ভূইয়া লাকী, সালেহা বেগম চৌধুরী, ফাতেমা তুজ জোহরা রীনা, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, রিমন সরকার, মিলন হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মোঃ নূরুল আমীন ওসমান বলেন, আপনাদেরকে যে সেলাই মেশিন দেয়া হয়েছে সেটি শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ। যাতে শিক্ষিত বেকার যুব মহিলারা এই সেলাই মেশিনটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নিজেদের দারিদ্র্য বিমোচন করে স্বাবলম্বী হতে পারেন। আজকে যারা প্রশিক্ষণ গ্রহণের পর সেলাই মেশিন গ্রহণ করেছেন তারা এই মেশিনটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করলে ২০৪১ সালের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন সফল হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কদ্দুছ আলী সরকার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী তৈরী করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই হবিগঞ্জ জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।