Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্যবসায়ী-ভোক্তা অধিদপ্তর মতবিনিময় সভা রমজানে প্রতিদিন চলবে বাজার অভিযান

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। হবিগঞ্জে খাদ্য ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রমজান মাসের প্রতিদিন বাজার তদারকি অভিযান চালানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। গতকাল রবিবার বেলা ১১ টার দিকে হবিগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভায় এ সিদ্ধান্তের কথা জানন অধিদপ্তরের সিলেট বিভাগের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, পবিত্র রমজান মাসে হবিগঞ্জের ভোক্তা সাধারণ যাতে কোনভাবে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সকল ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিবে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও একাধিক গণশুনানীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে রমজান মাসে সাধারণ ভোক্তাদের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা এবং নকল-ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি পরিহার করার জন্য আহবান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম তুহিন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ফলব্যবসায়ী সমিতি, হোটেল মালিক ব্যবসায়ী সমিতি, বেকারী মালিক সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ীরা তাদের ব্যবসার বিভিন্ন নীতিমালা তুলে ধরেন। সভাটি ভোক্তা অধিদপ্তর ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে যৌথভাবে আয়োজন করা হয়।