Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সনজু চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে-মাহবুব আলী ॥ খেলাধুলা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে নতুন করে চিনিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চেয়ারম্যান সনজু চৌধুরী গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় উপজেলার লানুয়া চা-বাগান মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহাবুব আলী। প্রথান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, খেলাধুলা বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে নতুন করে চিনিয়েছে। লেখাপড়ার পাশাপাশি যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ক্রিকেটের বদৌলতে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উচ্চ আসনে উন্নীত হয়েছে। আশা করি আগামী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ান হবে। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাধুবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা মাখন চকদার, কাউন্সিলর আঃ হান্নান, নালুুয়া চা-বাগানের ম্যানাজার জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার, যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল। খেলায় নালুয়া ক্যাম্পটিলা বনাম চিমটিবিল টিমের মুখোমুখি হয়। এতে নালুয়া ক্যাম্পটিলা ১-০ গোলে জয় লাভ করে। বিজয়ীদের হাতে ১ ভরি ওজনের স্বর্ণের কাপ তুলে দেন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। ৪ মাস ব্যাপী উক্ত টুর্নামেন্টে সিলেট বিভাগের ৩৬টি দল অংশগ্রহণ করে। এদিকে সকাল ১০টায় আমরোড হাইস্কুল এন্ড কলেজে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন ও আহাম্মদাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, অধ্যক্ষ আলাউদ্দিন। এছাড়াও আমুরোড বাজার থেকে গাদিশাল পর্যন্ত ২ কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের ঘোষণা দিয়েছেন।