Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহর প্রতিরক্ষা বাধ সংস্কার কাজ আকস্মিক পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীর হবিগঞ্জ শহর প্রতিরক্ষা বাধের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর শুরু হয়েছে সংস্কার কাজ। কামড়াপুর ব্রীজ থেকে চৌধুরী বাজার ব্রীজ পর্যন্ত বাধ সংস্কারের কাজ বর্ষা মৌসুমের পূর্বেই শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাধের ভিতর অংশে প্রায় ১১ হাজার জিও ব্যাগ ফেলাসহ অসংখ্য গাচের বল্লি বসানো ও মাটি ফেলা হচ্ছে। গতকাল বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ আকস্মিক বাধ সংস্কার কাজ পরিদর্শনে যান। এ সময় বাধে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করার দাবী জানালে তিনি তাৎক্ষণিক কামড়াপুর অংশে বাধে সোলার লাইট মঞ্জুর করেন। তিনি জানান, বাধ রক্ষা ও এর সৌন্দর্য্য বর্ধনে সবই করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাধের পাশে স্থায়ী বেঞ্চ বসানোরও পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে শহরের খোয়াই প্রতিরক্ষা বাধের কামড়াপুর অংশটি ঝুকিপূর্ণ হয়ে পড়ে। নদীতে পানি বৃদ্ধি পেলেই বাধ ভাঙ্গার আশংকায় শহরবাসী থাকে আতঙ্কগ্রস্থ। কামড়াপুর অংশে গত নভেম্বর মাসে বাধ ধ্বসে গেলে শহরবাসী পড়ে ঝুকির মধ্যে। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মন্ত্রণালয়সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জরুরী বাধ মেরামতের অর্থবরাদ্ধের ব্যবস্থা করেন। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বর্ষা মৌসুমের পূর্বেই দ্রুত বাধ মেরামত কাজ শেষ করতে সংস্কার কাজ এগিয়ে চলছে। পরিদর্শণকালে জেলা প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ টিভি জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর ও হবিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী।