Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুর্শি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। গত ২৮ এপ্রিল রবিবার সকালে ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য আকাব মিয়ার সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্টিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মোছাঃ নিলীমা আক্তার, লিটন মিয়া, জলিল মিয়া, রূপকারী, সামসু মিয়া, আব্দুর রহমান, ঝিনুক সূত্রধর প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার সাধারণ মানুষজনকে সাথে নিয়ে অত্র ইউনিয়নের সকল রাস্তাঘাট মেরামত করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করবো। সরকারের প্রত্যেকটি উন্নয়ন গ্রামীন জনপদের প্রতিটি ঘরে পৌছে দিতে আমরা অঙ্গিকারাবদ্ধ।
এ সরকারের আমলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ইট সলিং, ব্রীজ, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে আসছে। এছাড়া গ্রামীন জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিতে নানা প্রকার ঔষধ সরবরাহসহ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, সার-বীজ, ভিজিডি, বিশেষ ভিজিএফসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।