Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৫ এপ্রিল ২০১৯ তারিখে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় “উজিরপুরে ধানের বাম্পার ফলনের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সুপ্রীম সীড কোম্পানী” এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে, বিষয়টি আমার নজরে এসেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যে প্রনোদিত।
সুপ্রীম সীড কোম্পানী ১৯৭৮ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে কৃষকের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের সেবায় কাজ করে আসছে। এই কোম্পানীতে বর্তমানে কর্মরত প্রায় ২০০ জন কৃষিবিদ বিভিন্নভাবে সার্বক্ষণিক কৃষকদের সেবা দিয়ে যাচ্ছেন। নিজস্ব কল সেন্টারের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তের কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। একমাত্র সুপ্রীম সীড কোম্পাণীরই ৫১০০ মে টন ধারণ ক্ষমতা কন্ডিশনাল গোডাউন রয়েছে। এছাড়াও অংসখ্য কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও নিবিড় তত্ত্বাবধানে উৎপাদিত ও আমদানিতকৃত বীজ আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ল্যাবে পরিক্ষা ও সঠিক মান নিয়ন্ত্রণ করে বাজারজাত করে আসছে।
সংবাদের প্রকাশ করা হয়েছে যে, গত এক মাস যাবত কোম্পানীর প্রতিনিধির সাথে যোগাযোগ করে সারা পাওয়া যাচ্ছে না, এবং কোম্পানীর প্রতিনিধি বি-২৮ ধঅনের একর প্রতি ৮০-৯০ মন ফলনের কথা বলেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একমাত্র সুপ্রীম সীড কোঃ অফিসারগণ বীজ গজানো থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত কৃষকের পাশে থাকেন। এবং সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তাবায়নের মাধ্যমে কৃষকদের সম্পৃক্ত রাখেন। সংবাদে আরো উল্লেখ করা হয়েছে, উজিরপুর বাজারে শাহ আলশ ট্রেডার্স সুপ্রীম সীড কোম্পানীর ডিলার, কিন্তু বিষয়টি সত্য নয়। সুপ্রীম সীড কোম্পানীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর পক্ষে
কৃষিবিদ মশিউর রহমান
রিজিওনাল ম্যানেজার, হবিগঞ্জ।