Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

‘বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখা গঠিত’

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ এ শ্লোগানকে উপজীব্য করে ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ’ সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি আজ ২৭ এপ্রিল ২০১৯ খ্রি. রোজ শনিবার বিকেল ৩ ঘটিকায় গঠন করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কবি নাজনীন আকতার কণার টিলাগড়স্থ বাসায় কনফারেন্স রুমে কবি জ্যোতির্ময় দাশ যীশুর সভাপতিত্বে এবং ছড়াকার তারেশকান্তি তালুকদারের সঞ্চালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আবদুল বাসিত মোহাম্মদ। বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, কবি পারুল মজুমদার, কবি চন্দ্র শেখর দেব, গল্পকার সঞ্জয় কর, কবি শহিদুল ইসলাম লিটন, কবি লিটন দাশ লিকন, কবি জয়নাল আবেদীন বেগ প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন মোসাদ্দিকা বেগম, মো. কাবুল মিয়া, মুশফিকুর রিপন, বিউটি পাল, লিপি বেগম, মোছাঃ নাজমিন বেগম, গোপাল পাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে কবি নাজনীন আকতার কণাকে আহ্বায়ক ও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : জ্যোতির্ময় দাশ যীশু, তারেশকান্তি তালুকদার, চন্দ্র শেখর দেব, পারুল মজুমদার, শহীদুল ইসলাম লিটন, জয়নাল আবেদীন বেগ, সঞ্জয় কর, লিটন দাস লিকন ও বিউটি পাল।