Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আগুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ১২টি বসতর পুড়ে ছাই ক্ষতি অর্ধকোটি টাকা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। এমতাবস্থায় নিজস্ব পয়ে পড়েছে ১২টি পরিবারের সদস্যরা। তারা আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। স্থানীয় সূত্রে   জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রেপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেহিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী আতংঙ্কে দিকবিদিক ছুটাছুটি করে। পরে গ্রামবাসী সেলু মেশিনের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেক চেষ্টা করে প্রায় সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই মধ্যে পড়ে যায় প্রায় ১২টি বসত ঘর, ঘরে রক্ষিত, ধান, চাল ও গরু বাচুর। ক্ষতিগ্রন্থদের আর্তনাতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থরা হলেন-ওই গ্রামের মোঃ ইউনুছ আলী মিয়া, আতর আলী মিয়া, ইন্তাজ আলী মিয়া, কালাই মিয়া, মর্তুজ আলী, ছমেদ আলী, আব্দুর নূর, আব্দুল হামিদ, আব্দুল জব্বার, আব্দুল কাদির, মিনহাজ মিয়া, মন্নর আলীর সহ বেশ কয়েকটি ঘর।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পিআইও প্লাবন পাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সামছুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেকলীগের সভাপতি মোঃ বাবুল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ, জাকারিয়া চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য আলী আহমেদ সোহেল, সাবেক সদস্য আবুল কালাম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডঃ মিজানুর রহমান মিজান, শিক্ষক ফয়েজ আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিরা। পরিদর্শনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রন্থ পরিবারের সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।