Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কৃষকের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধু কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন-উপজেলা চেয়ারম্যান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সূদুরপ্রসারী চিন্তা, কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার গৃহীত পদক্ষেপ আজ আমাদের কাছে অনুসরণীয়। দেশের কৃষির উনয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন।
তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার সরকান কৃষি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের ধারবাহিকতার কারণেই দেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। গত শুক্রবার রাতে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ পৌর কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। এ সময় কেক কেটে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। নবীগঞ্জ পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনুর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনবীর দাশ সামন্ত, সাংবাদিক আলী হাছান লিটন, শিলা পদ দাশ, সাংগঠনিক সম্পাদক সুজিত পাল ও কিরন সরকার, ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম চৌধুরী, হোসাইন আহমদ। উপস্থিত ছিলেন মাসুক মিয়া, ফজল মিয়া, গুরুপদ রায়, জব্বার মিয়া, বাবুল দেব, মোঃ আজমান আলী, পিংকু দাশ, রজত দাশ’ অর্জুন দাশ সহ নবীগঞ্জ পৌর কৃষকলীগ এবং ওয়ার্ড কমিটির শতাধিক নেতাকর্মী।