Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নুসরাত হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদ। সোমবার সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিন মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার লোকজন। এ সময় বক্তারা ন্যাক্ষারজনক এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি প্রদান করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরু’র সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডঃ তুষার মোদকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, এডঃ অহিন্দ দত্ত চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, জগদীশ চন্দ্র মোদক, এডঃ শুধাংশু সূত্রধর, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অনুপ কুমার দেব মনা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর অধিকারী, সাধারণ সম্পাদক অলক চন্দ, এডঃ দেবাঞ্জন ভট্টাচার্য্য, স্বপন বণিক, বাদল রায়, হিরেন্দ্র দত্ত, কাউন্সিলর গৌতম রায় প্রমুখ। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন এডঃ জুনায়েদ আহমেদ, পীযূষ চক্রবর্তী, সৈয়দ কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।