Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ি জঙ্গল থেকে আগুনে পোড়া বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি গহীণ জঙ্গল থেকে আগুনে পোড়া এক ব্যক্তির মরদেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যানের চাকলাপুঞ্জি চা-বাগানের গহীণ জঙ্গলের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে হত্যার পর আগুনে পোড়ানো হয়েছে না-কি আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে-সে বিষয়টিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতছড়ি বনবিট রেঞ্জের টহলরত বনবিটের সদস্যরা একটি বস্তাবন্দি অবস্থায় মরদেহটি দেখতে পান। মরদেহের হাত-পা বাধা ও মুখ গামছা দিয়ে পেচানো এবং সারা শরীর আগুনে পোড়া ছিল। মরদেহ দেখতে পেয়ে তৎক্ষণাৎ চুনারুঘাট থানায় খবর দেয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিনসহ চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান সত্যতা স্বীকার করে বলেন, কে বা কারা অজ্ঞাত এই ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে বস্তাবন্দি করে সাতছড়ি জাতীয় উদ্যানে পেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলেই আসল কারণ জানা যাবে।