Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আন্তরিক-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করেছেন সংসদ কমিটির সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও এস এমসি’র ভূমিকা শীর্ষক সভায় তিনি এসব বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শাহীনা আক্তার, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার সার্বিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে বিশে^ মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতের ক্ষেত্রে এই সরকার অত্যন্ত আন্তরিক। এ সময় তিনি সকল শিক্ষককে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমান জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উল্লেখিত পরিমাণ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার লাখাই উপজেলার ৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৪টি সাউন্ড সিস্টেম এবং ৫৩টিতে বিতরণ করা হয় একটি করে মাল্টিমিডিয়া প্রজেক্টর।