Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি গাছপালা ঘরবাড়ি লন্ডভন্ড

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেকের বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। গতকাল শনিবার বিকাল পৌনে ৪ টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টি শুরু হয়। এতে উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই হাওর, মকার হাওর, ২নং বড়ভাকৈর পুর্ব ইউনিয়নের শৈলা, রামপুর হাওর, বাগাউড়া হাওর, হরিনগর হাওরসহ বিভিন্ন হাওরে পাকা ও আধা পাকা ধান ঝড়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে কৃষকের মাঝে হাহাকার লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে ২নং ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া জানান, শনিবার বিকালে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়। সেই সাথে প্রচুর শিলা বৃষ্টি। শিলা বৃষ্টির কারনে ওই ইউনিয়নের প্রায় সকল হাওরে চলতি বোর মৌসুমের পাকা, আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে। এছাড়া প্রচন্ড ঝড়ের কারনে অনেক ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। এমন শিলা বৃষ্টি আর কখনও হয়নি বলেও অনেকে মন্তব্য করেছেন। ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম চন্দ্র দাশ জানান, শনিবার বিকালে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টির কারনে ওই ইউনিয়নের বেশীর ভাগ হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে পড়েছে অনেক বাড়িঘর ও গাছপালা। এছাড়া উক্ত ঝড় ও শিলা বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদেও মাথায় হাত। লন্ডভন্ড হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা।