Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কুর্শি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের দূর্লভপুর মাদ্রাসা মার্কেটের সামনে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য শাহ সামছুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্টিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সদস্য শাহ সুরাইয়া বকশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধাারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, এনজিও ট্যাক্স প্রতিনিধি হোসনে আরা চৌধুরী, আব্দুল আলীম, আব্দুল্লাহ মঈন, রুহুল আমিন তালুকদার, তানিয়া বেগম, নাঈম আহমেদ, আব্দুল আলী, ময়না মিয়া, সুহেল মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, জনবান্ধব সরকার। এ সরকারের আমলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ইট সলিং, ব্রীজ, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে আসছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। যা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হিসেবে পরিচিত। এছাড়া গ্রামীন জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিতে নানা প্রকার ঔষধ সরবরাহসহ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, সার-বীজ, ভিজিডি, বিশেষ ভিজিএফসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।