Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তাজ উদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও ম্যানেজিং কমিটির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বার্থান্বেষী ব্যক্তিদের অপপ্রচারের প্রতিবাদে বিদ্যালয়ের অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাফিজ। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সদস্য শাহ্ আব্দুল হাসিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মোঃ আব্দুল তাহিদ, শমসের উদ্দিন, আবুল হাসান, তারা মিয়া, আব্দুল্লা মিয়া, চান্দুল্লাহ, জানফর উল্লাহ, রিপন মিয়া, মোঃ আবুল হোসেন, জসিম উদ্দিন, সাবান মিয়া, রুনু মিয়া, ফারছু মিয়া, আবুল কালাম, সুলেমান মিয়া, দুলাল মিয়া, কালাম মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথি মোঃ আবু সিদ্দিক তার বক্তব্যে বলেন- শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রাঃ) উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে নবীগঞ্জ উপজেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। অথচ কিছু লোকজন তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে অপপ্রচার করে শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করতে চাচ্ছে। তেমনি বিদ্যালয়ের প্রায় ১২ থেকে ১৩শ ছাত্র/ছাত্রীর কোমল মনে আঘাত করেছে। তিনি এলাকাবাসীকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন এবং তাদের রুখে দাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ষড়যন্ত্র নসাৎ করতে না পারলে আমাদের এই সুনামধন্য প্রতিষ্ঠানটির ক্ষতির সম্ভাবনা রয়েছে।