Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল বক্স বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মিড ডে মিল বক্স বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গত ৮ এপ্রিল নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে, ১০ এপ্রিল ৭টি শিক্ষা ও গতকাল ১৫ এপ্রিল ৭টি প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো- নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল, চিলড্রেন গ্রেইস স্কুল, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদ্রাসা, নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা। মিড ডে মিল বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সামাদ চুনু মিয়া, কবি আফতাব আল মাহমুদ, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল কাদির, মো. জাহির মিয়া, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/মুহতামিম/অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, পৌরসচিব মো. আজম হোসেন, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ‘মিড ডে মিল বক্স’ বিতরণের গুরুত্ব তুলে ধরে বলেন, টিফিনের সময় ছাত্রছাত্রীদের যাতে না খেয়ে থাকতে না হয় এবং নিজেদের বাসা থেকে খাবার নিয়ে আসতে পারে সেই জন্যই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া করে সৎ ও আদর্শবান মানুষ হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য আগামী কয়েকদিনের মধ্যেই নবীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের মাঝে ‘মিড ডে মিল বক্স’ বিতরণ করা হবে।