Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের বিভিন্ন হোটেলে অসামাজিক কর্মকান্ডে অভিযোগ পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজাররা মালিকের অগোচরে ঘন্টায় প্রতি রুম ৫শ থেকে হাজার টাকায় ভাড়া নিচ্ছে। আর এসব হোটেলে স্কুল কলেজের শিক্ষার্থী, প্রবাসীর স্ত্রী এবং বিভিন্ন কোম্পানির যুবক-যুবতিরা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রুমে উঠে আনন্দ ফুর্তি করছে। গত রবিবার রাত ১০টার সময় শহরের সিনেমা হল এলাকার বিলাস বহুল সোনার বাংলা আবাসিক হোটেলের ২১৩নম্বর থেকে প্রাণ কোম্পানির যুবক-যুবতিকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়। তারা হলো, সিলেট জেলার পাঠানটুলা এলাকার স্বপন মিয়া (২৫) ও হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াবাদ গ্রামের স্বামী পরিত্যক্ত পান্না আক্তার (২২)।
সূত্র জানায়, তারা অলিপুর প্রাণ কোম্পানিতে চাকুরীর সুবাদে ভালোবাসে এবং প্রায়ই তারা বিভিন্ন আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অবস্থান করে। গত শুক্রবার ওই হোটেলে রুম ভাড়া নিয়ে তারা অবস্থান করে। বিষয়টি স্থানীয় লোকদের নজরে আসলে গতকার রবিবার রাতে তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিলে তারা ঘটনার কথা স্বীকার করে। কিন্তু স্বামী-স্ত্রী পরিচয় দিলেও তারা কাগজপত্র দিতে পারেনি। পরে পান্নার পিতামাতাকে এনে মুছলেখা রেখে রবিবার রাত ১টায় ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সোনার বাংলা হোটেলের প্রধান ম্যানেজার শাহ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ছুটিতে আছি। সহকারী ম্যানেজার আলম মিয়ার সাথে যোগাযোগ করেন। তার সাথে যোগাযোগ করলে সে জানায়, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা রুম ভাড়া নেয়। স্থানীয় লোকজন তাদেরকে আটক করলে তাদেরকে বিদায় দেয়া হয়। এ ঘটনা নিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।