Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের খোয়াই পাড়ের ১ শ ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ যথাসময়েই অন্য সকল অবৈধ স্থাপনা সরানো হবে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ খোয়াই নদীর পাড় তীরের সকল অবৈধ ও অনুনোমোদিত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সকাল সন্ধ্যা শহরের উত্তরের মধ্য বেইলী ব্রীজ থেকে নোয়াবাদের সুলতান মামদপুর মৌজার সীমানা পর্যন্ত নদীর তীর পাড়ের সকল অবৈধ অনুনোমোদিত স্থাপনা ও বৃক্ষ-রাজি এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সরজমিনে দেখা যায়, হবিগঞ্জ শহরের খোয়াই’র মধ্য বেইলী ব্রীজের নদীর উজানের সকল অবৈধ স্থাপনা, দেয়াল, শৌচাগার, একতল, দ্বিতল ভবন সহ ১শ ১২টি অবকাঠামো এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান হবিগঞ্জ সদর ইউ.এন.ও’র নাজির আলমগীর ফারুকী চৌধুরী। তিনি জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা, পানি উন্নয়ন বোর্ডের এসডিই এমএল সৈকত, সদর থানার এস.আই আব্দুর রহিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কৌশলী নীতি অবলম্বন করে উচ্ছেদ ও অপসারণ কার্যক্রম নির্বিঘেœ সুসস্পন্ন করা হয়েছে। হবিগঞ্জ শহরবাসী ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ নদীর সফল উচ্ছেদ অভিযানের দৃশ্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ফেসবুক ইউটিউবে দর্শন করলেও বাস্তবে অনুরূপ উচ্ছেদ অভিযান খোয়াই পাড়ে প্রত্যক্ষ করছে। অভিযানকালে অবৈধ স্থাপনা আংশিক রক্ষা বা কালক্ষেপনে প্রভাবশালীদের তদবির অনুনয় বিনয় ধন্যবাদের সহিত প্রত্যাখ্যানের শব্দও শোনা গেছে। নোয়াবাদের সাবেক কমিশনার হাবিবুর রহমানের বাসার সংলগ্ন দুলা শাহ’র মাজারের কথিত ভক্তদের নদীর পাড়ের দুলা শাহ’র আস্তানার অবৈধ স্থাপনার বিষয়ে উচ্ছেদে দায়িত্বরত এক কর্মকর্তা বলেন- ধর্ম বা গুরুর নামে বেআইনী স্থাপনা রক্ষা করা যাবে না। যথাসময়েই অবৈধ স্থাপনা সরানো হবে ॥