Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র পাঠক ফোরাম গঠন

স্টাফ রিপোর্টার ॥ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র পাঠক ফোরাম গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় বানিয়াচং গণগ্রন্থাগার কার্যালয়ে সাহিত্য পত্রিকা তরঙ্গ উপদেষ্টা সম্পাদক সাংবাদিক মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে মাস্টার সুরুজ মিয়াকে আহবায়ক ও মাস্টার ফজল উল্লাহ খানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সিনিয়র যুগ্ম আহবায়ক হচ্ছেন, ডাঃ মোহাম্মদ আলী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আজিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক অবসর প্রাপ্ত উপ-সচিব ড. শেখ ফজলে এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিশিষ্ট লেখক উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান ও সাংবাদিক ইমদাদুল হোসেন খান। উক্ত পাঠক ফোরামের সমন্বয়ক হচ্ছেন, পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, সহকারি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সহকারি সম্পাদক খায়রুল আলম রাজু। প্রধান অতিথি ড. শেখ ফজলে এলাহি বলেন, সাহিত্য চর্চা হচ্ছে উন্নত মনমানষিকতার পরিচায়ক। যে সমাজে গুণীজনকে সম্মান জানানো হয় না সে সমাজে গুণীজন জন্ম নেয় না। প্রাচীন নগরী বানিয়াচঙ্গে অনেক জ্ঞানী-গুণী জন্ম নিয়েছেন। এসব গুণী মানুষদের আমরা বেমালুম ভুলে গেছি। তাঁদের জীবনী পাঠে তরুণ প্রজন্ম আরো উপরে ওঠার রসদ পেত। পাঠক ফোরামের সদস্যরা হচ্ছেন, এম আর ঠাকুর, দীপক রঞ্জন দেব, আয়নাল মিয়া, মো, মামুন আহমেদ, মাওলানা জমীর আলী সাইফুল্লাহ, সুমন, ছাব্বির আহমদ চৌধুরী প্রমুখ।