Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “বছরে ভূমি উন্নয়ন কর দিব, দেশের উন্নয়নে অংশ নিব ও মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গিকার, ভূমি হীন থাববে না কেউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচঙ্গে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা নির্বার্হী অফিসার মোঃ মামুন খন্দকার এর নেতৃত্বে একটি র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার বলেন, সরকার নাগরিকদের ভূমি সক্রান্ত সেবা সমুহকে গুরুত্ব দিয়ে দেখছে। সাধারণ মানুষ যাথে ভূমি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয় সেই জন্যে প্রায় সেবা অনলাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ভূমি সেবা গ্রহণে মানুষ এখনও অসচেতন রয়েছে। এই সুযোগে দালাল শ্রেণির লোকেরা সাধারণ মানুষদের ধোঁকা দিয়ে অর্থ হাতি নেয়। দালালদের কারণে ভূমি অফিসে সেবা গ্রহণ করতে বিরম্ভনার শিকার হন গ্রাহকরা। তাই ভূমি অফিসকে দালাল মুক্ত করতে হবে। উপজেলা প্রশাসনের দোয়ার সবার জন্যে খোলা। কোথাও কোনো অনিয়ম পেলে আমাকে অবগত করুণ। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশের উন্নয়নে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। সেবা গ্রহণ করার পাশাপাশি ভূমি অফিস কর্তৃক নির্ধারিত কর পরিশোধ করা সবার দায়িত্ব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রেখাছ মিয়া, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল প্রমুখ।