Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিশুদের বিকাশ ঘটাতে হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিশুরা যাতে খেলার মাধ্যমে আনন্দঘন পরিবেশে শিক্ষা গ্রহনের সুযোগ পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি গতকাল দুপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডঃ নলিনী কান্ত রায় নীরু, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় প্রমূখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তাগণ জেলায় কর্মরত সকল শিক্ষককে আগামীতে শ্রেষ্ঠ হওয়ার লক্ষ্য রেখে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন শিক্ষক, ১০ জন শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।