Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং-আজমিরীগঞ্জে ব্রি-২৮ ধানে চিটা ॥ কৃষকের মাথায় হাত

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের ভাটি অঞ্চলের হাওরে ব্রি-২৮ ধানে ব্যাপক চিটা দেখা দিয়েছে। সেচ, সারের সঠিক প্রয়োগ ও রোগ বালাই মুক্ত ধানে চিটা পড়ায় কৃষকরা নির্বাক। একেবারেই ভেঙ্গেঁ পড়েছেন তারা। ধান পাঁকা ধরে যখন সোনালী হয়ে ওঠার কথা। ঠিক তখনই কালচে রং ধরা ধানের খাড়া শীষ দেখেই বুঝতে পারেন তাদের কপাল এবার পুড়েছে। শীষের অধিকাংশ ধানের ভেতরই চাল নেই। ‘চুছা’ (চিটা) হয়ে গেছে। সরজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার প্রায় হাওরেই ব্রি-২৮ জাতের ধানে ১০ থেকে ১৫ ভাগ চিটা পড়েছে। তবে ব্যাপক হারে চিটা পড়েছে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে ও বানিয়াচং উপজেলার কাগাপাশার হাওরে। এই দু’হাওরের সেচ প্রকল্পের আওতাধীন সহস্রাধিক একর জমির ব্রি-২৮ ধানে ২৫ ভাগ থেকে ৬০ ভাগ পর্যন্ত চিটা পড়েছে। আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের কৃষকরা জানান, আগাম ফসল কাটার আশায় আমাদের হাওরের অধিকাংশধানী জমিতে ব্রি-২৮ জাত বপণ হয়েছিল। সবগুলোতেই ৩০/৪০ ভাগ চিটা পড়েগেছে। বানিয়াচং হোন্ডারবন, আমতপুর, ভাটারপাড়, স্বজনশ্রী হাওরের কৃষক তৌহিদুর রহমান, জিতু মিয়া, বাবুল মিয়া এবং কামালখানী গ্রামের কৃষক আলফু মিয়া, আব্দুল হাই, জমরুত উল্বা বলেন, তাদের হাওরে প্রায় ৭ শতাধিক একর জমির ধানে চিটা পড়েছে। এ হাওরে ব্রি-২৮ ধানের প্রায় ২৫ ভাগ চিটা পড়েছে। তবে আশ-পাশের হাওরে অন্যান্য জাতের ধানের ফলন স্বাভাবিক রয়েছে এবং কৃষকরা জানিয়েছেন সময়মত বৃষ্টিপাত হওয়ায় ফলন ভাল হবে। ইতিমধ্যে হাইব্রিড ধান কাঁটা শুরু হয়েছে। কেদার (২৮ শতক) প্রতি ২০ থেকে ২২ মণ ফলন হয়েছে। চিটা পড়া নিয়ে বানিয়াচং কৃষি বিভাগ তাপমাত্রা উঠানামা সহ ৪টি কারণ প্রথমিকভাবে চিহ্নিত করেছে। তন্মধ্যে অতিরিক্ত ইউরিয়া অর্থাৎ কেদার প্রতি ২৫ কেজি থেকে ২৮ কেজির স্থলে ৫০/৬০ কেজি প্রয়োগ। সময়মত সেচ না দেয়া। বেশি বয়সের অর্থ্যৎ ৪০/৫০ দিনের স্থলে ৫০/৬০ দিন বয়সের চারা রোপণ করায় চিটার সমস্যাটা দেখা দিয়েছে। কৃষি অফিসে ধানে চিটা সম্পর্কে জানতে গেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এ প্রতিনিধির কাছে দিন-রাতের তাপমাত্রার ব্যবধানকেই বেশি গুরুত্ব দিয়েছেন। দিন-রাতের তাপমাত্রা ব্যবধান ১০ ডিগ্রি সেলসিয়াস হলেই ধানে চিটা এমনকি ডাম্পিং অফ এর কারণে ধানের চারাও বিনষ্ট হয়ে যায়। পর্যালোচনায় দেখা যায় ওই সব ব্রি-২৮ জাতের ধান মাঘ মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে রোপন করা। ফাল্গুন মাসের শেষ দিকে কয়েক ফসলা বৃষ্টিপাত হলে এ অঞ্চলে রাতে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। অনেক কৃষকও জানিয়েছেন, চৈত্র মাস পর্যন্ত রাতের বেলায় লেপ-কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাতে হয়েছে। ফলে ওই ধান গাছে ফাওয়ারিং এর সময় দিন-রাতের তাপমাত্রার ব্যবধানে পুং কেশর ও স্ত্রী কেশর বিকলাঙ্গঁ হয়ে পড়ায় পরাগায়নে ব্যত্যয় ঘটে এবং চিটা দেখা দেয়। ক্ষতিগ্রস্থ কৃষরাও চৈত্র মাসের ঠান্ডাকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। জলবায়ূ পরিবর্তনের কারণে ২০০৬ সালেও প্রচন্ড ঠান্ডায় এসব হাওরে ৮০/৯০ ভাগ ধানে চিটা হওয়ার একটি তিক্ত অভিজ্ঞতাও তাদের রয়েছে। তবে বীজ নিয়েও তাদের একটা সন্দেহ রয়েছে। অনেক কৃষকই বি এ ডি সি এর বীজ ব্যবহার করেছেন। এর মধ্যে অন্যান্য কোম্পানীর বীজও রয়েছে বলে তারা জানিয়েছেন। বানিয়াচং ও আজমিরীগঞ্জের অনেক কৃষক জানিয়েছেন, চৈত্র মাসে খরা থাকলেও সেচ দেয়া সহ সার ও ভিটামিন প্রয়োগ করার পরও এ অবস্থা হয়েছে। তাদের হিসেবে প্রতি কেদার জমিতে ২ হাজার ৫ শত টাকা ব্যয় হয়েছে। এসব টাকা ব্যাংক ঋণ ও ধার-কর্জ্জ করে বিনিয়োগ করেছেন। এ জমিতে কেদার প্রতি ২০/২২ মণ ধান উৎপাদন হবার কথা। কিন্তু এখন ৮/১০ মণ উৎপাদন হবে। এতে সেচ বাবদ ২ মণ ও কাটা-মাড়াই বাবদ ৫ মণ ধান দিয়ে কেদার প্রতি ২/৩ মণ ধান ও কোনো কোনো জমিতে খড় ছাড়া কিছুই পাওয়া যাবে না। বানিয়াচং কৃষি অফিস সূত্রে জানা যায়, ১৫টি ইউনিয়নে এ পর্যন্ত ক্ষতির পরিমান প্রায় ৬০ হেক্টর জমি। টাকার অংকে ক্ষতির পরিমান ৮৪ লাখ ২৪ হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা তৈরী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হয়েছে। আজমিরীগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৫টি ইউনিয়নে ক্ষতির পরিমান প্রায় ১০ হেক্টর জমি। টাকার অংকে ক্ষতির পরিমান ১৪ লাখ ৪ হাজার টাকা। বেসরকারী হিসেবে এর পরিমান কোটি টাকার উপরে হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকগণ। এ বিষয়ে অজমিরীগঞ্জ উপজেলার কৃষি অফিসার ফারুকুল ইসলাম জানান, ঠান্ডা জনিত আবহাওয়ার কারনে ব্রি-২৮ ধানে সমস্যাটি সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকার তৈরীর কাজ করা হচ্ছে বলে তিনি জানান।