Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেলো শায়েস্তানগর ও মাছুলিয়া

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পূর্ব এলাকা ও মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ের লোকজনের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নতুবা মারাত্মক সংঘর্ষসহ দুর্ঘটনা ঘটত। ঘটনাস্থল থেকে শায়েস্তানগর এলাকার দাঙ্গাবাজ বাচ্চু মিয়া ও শামীম মিয়াকে আটক করে পুলিশ।
সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে শায়েস্তানগর ও মাছুলিয়া এলাকার লোকজনের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সোমবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবরটি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর কাছে পৌছলে তিনি তাৎক্ষণিক সদর থানার পুলিশকে পাঠিয়ে সংঘর্ষ বন্ধ করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সংঘর্ষের প্রস্তুতি নিলে দুই দাঙ্গাবাজকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলার নব-নির্বচিত উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর উম্মেদ আলী শামীম, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম হেলাল, ইউপি সদস্য মোঃ কোরবান আলী, সাংবাদিক মোঃ ছানু মিয়া, হাজী আইয়ুব আলী, এডঃ সামছুল হক, কবির আহমেদ, মোঃ ফরিদ মিয়া ও জনাব আলীসহ উভয় গ্রামের বিশিষ্ট মুরুব্বীদের সমন্বয়ে বিষয়টি শালিসে নিস্পত্তির উদ্দোগ নেয়া হয়।