Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে মিষ্টির দোকানে কার্টুন বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি ॥ অভিনব কায়দায় প্রতারণার শিকার ক্রেতাগণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মিষ্টির দোকান গুলোতে প্রতি কেজি কার্টুন ক্ষেত্রবেধে বিক্রি হচ্ছে ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা। এতে প্রতারণা শিকার হচ্ছে ক্রেতাগণ। হবিগঞ্জ শহরের বেশ কিছু মিষ্টির দোকান ঘুরে দেখা যায়, হবিগঞ্জ শহরের মিষ্টির দোকানে মূল্য তালিকা না থাকায় অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। এ সব মিষ্টির কার্টুনের উপরের কভার হালকা থাকলেও নীচের ভারী। একেকটি কার্টুনের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম। সাধারণ মিষ্টির দোকান গুলোতে প্রতি কেজি মিষ্টির মূল্য ১৭০ থেকে ১৮০ টাকা। তবে অভিজাত মিষ্টির দোকান গুলোতে প্রতি কেজি মিষ্টির মূল্য ৩৫০ থেকে ৪০০ টাকা। ক্রেতারা মিষ্টি ক্রয় করতে গেলে কার্টুনসহ মিষ্টি ওজন করা হয়। এতে ক্রেতারা ১ কেজি মিষ্টি কিনলেও প্রকৃত পক্ষে পান ৭৫০ থেকে ৮০০ গ্রাম মিষ্টি। ওই কার্টুন বাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিক্রি করা হচ্ছে মিষ্টির দামে। দেখা গেছে, শুধু ভাটকারায় মিষ্টির ওজন দেয়ার নিয়ম থাকলেও কৌশলে মিষ্টির সাথে কার্টুনও ওজন দেয়া হয়। এতে কেজি প্রতি ২শ থেকে ৩শ গ্রাম মিষ্টি কম দেয়া হচ্ছে। মিষ্টির দোকানে এ রেওয়াজটি ফুটপাত থেকে শুরু করে অভিজাত মিষ্টির দোকানে প্রচলন রয়েছে। শহরের অভিজাত মিষ্টির দোকান থেকে শুরু করে প্রত্যেকটি মিষ্টির দোকানে ওজনে কারচুপি প্রকাশ্যে চলছে। অনেক বার কয়েকটি মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করলে তাদের স্বভাব পরির্তন হচ্ছে না। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বাক-বিতন্ডাসহ হাতাহাতির ঘটনা ঘটছে। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, বাণিজ্যিক এলাকা, বেবীষ্ট্যান্ড, কোর্ট স্টেশন, শায়েস্তানগর, ঘাটিয়া বাজার, বগলা বাজার ও পুরাতন হাসপাতাল সড়ক বিভিন্ন এলাকায় শতাধিক মিষ্টির দোকান রয়েছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে মালিকদের বাক-বিতন্ডা ঘটছে। ক্রেতারা জানান, মূল্য তালিকা না থাকায় দোকানের মালিকরা ইচ্ছা মাফিক তাদের কাছ থেকে দাম আদায় করছেন। অনেকেই বেকায়দায় পড়ে বেশি মূল্য দিয়ে মিষ্টি ক্রয় করছে।