Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পরিষদ মুক্তিযুদ্ধের ভাস্কর্য খচিত সীমানা দেয়াল নির্মাণ করছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জ জেলা পরিষদ মুক্তিযুদ্ধের ভাষ্কর্য খচিত সীমানা দেয়াল নির্মাণ করছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পরিষদের গেইটের উভয় পাশের সীমানা দেয়াল নবরূপে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে, সীমানা ওয়ালটি গেইট সোজাসুজি নির্মাণ করে তাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ক ভাস্কর্য সংযুক্ত করা হবে। ফলে মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকাও অনেকটা সম্প্রসারিত হবে। অন্যদিকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যযুক্ত সীমানা দেয়াল নির্মাণ হলে সার্কিট হাউস, কোতোয়ালি থানা, জেলা পরিষদ এলাকার দৃশ্যপট চিত্তাকর্ষক ও দৃষ্টিনন্দন রূপ লাভ করবে। ৩শ ফুট লম্বা আকর্ষনীয় দৃষ্টিনন্দন সীমানা দেয়াল নির্মানের বিষয়ে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় দেয়ালে সংযুক্ত ভাস্কর্যের ডিজাইন সংগ্রহ করছি। দেয়াল নির্মাণের সম্ভাব্য ব্যয় এর বিষয়ে জেলা পরিষদের একাউন্টেন্ট রঞ্জন দেব জানান ১৫ লাখ টাকা অর্থ ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণে বরাদ্দ রয়েছে। এ দেয়াল নির্মাণ বিষয়ে একাধিক আর্কিটেক্ট এর মন্তব্য হচ্ছে, দেয়াল সংলগ্ন ফুটপাত নির্মাণও অপরিহার্য।