Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের অনন্তপুরে মোটর সাইকেল চুরিকালে হাতেনাতে ১ চোর আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে এক ব্যবসায়ীর মোটর সাইকেল চুরি করার সময় ইমরান মিয়া (২০) নামে এক চোর হাতেনাতে ধরাশায়ী হয়েছে। পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে শহরতলীর বহুলা গ্রামের লিয়াকত আলীর পুত্র। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শহরের কাজী ম্যানসনের পপি কার্ড গ্যালারীর মালিক ও হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক তুহিনুজ্জামান চৌধুরী তার বন্ধু রৌশন রেজা মার্কেটের রূপ লাবণ্য প্রতিষ্ঠান ও ডিসি অফিসের ক্যান্টিনের মালিক জুয়েল মিয়ার অনন্তপুরের বাসায় বেড়াতে যান। এ সময় তুহিন ওই বাড়ির সামনে তার ব্যবহৃত ডিসকভারী মোটর সাইকেলটি বাহিরে তালাবদ্ধ করে রেখে যান। কিছুক্ষণ পর ধৃত ইমরান মিয়াসহ কতিপয় চোর মাস্টার চাবি দিয়ে সাইকেলটি স্টার্ট দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসার ভেতর থেকে মোটর সাইকেল স্টার্টের শব্দ শোনতে পেয়ে দুই ব্যবসায়ীসহ অন্যান্যরা এগিয়ে এস চোর ইমরানকে হাতেনাতে ধৃত করেন। এদিকে মোটর সাইকেল চোর আটকের বিষয়টি এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক লোকজন জমায়েত হয়ে আটক চোরকে উত্তম-মধ্যম দিয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশে সুপর্দ করে। এ সময় চোর ইমরান মিয়া চুরির কথা স্বীকার করে এবং তখন তার কাছ থাকা ৪টি মাস্টার চাবি উদ্ধার করা হয়। যে চাবি দিয়ে সকল ধরনের মোটর সাইকেল স্টার্ট হয়। খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়া নেতৃত্বে একদল পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন।
এদিকে রাতে আটক ইমরান মিয়াসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।