Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিআরডিবি কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরের পরিবর্তে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে রূপান্তরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিআরডিবি কর্মচারীরা। গতকাল বুধবার দুপুরে তারা বিআরডিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। এ সময় তারা বলেন, বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্পকে প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অথচ বিআরডিবি’র প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে কর্মরত প্রায় ৮ হাজার কর্মকর্তা কর্মচারী আয় থেকে দায় প্রথার কারণে বেতন ভাতা পাচ্ছেন না। বিগত ২৬/২৮ বছর ধরে চাকরি করে তাদের চাকরি স্থায়ীও হচ্ছেনা। এতে তারা সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন।