Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পবিত্র শবে মেরাজ উপলক্ষে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) মাজারে মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩ এপ্রিল বুধবার নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহজালাল (রঃ) এর সঙ্গী হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর মাজার মসজিদে বাদ আছর পবিত্র শবেমেরাজ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে শবে মেরাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন ধুলচাতল আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভূইয়া, ক্বারি তাউসুর রহমান, হযরত মাওলানা এখলাছুর রহমান খান, বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও মাজার মসজিদের ইমাম হাফেজ গিয়াস উদ্দিন, মাওলানা আবু সফিয়ান, জাহাঙ্গীর আলম, চৌধুরী বাজার জামে মসজিদের খতিব ক্বারি মোহাম্মদ আলামিন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন মাজার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, সেক্রেটারী মাসুক চৌধুরী, ক্যাশিয়ার হাফেজ গিয়াস উদ্দিন, জগলু মিয়া, জাহির চৌধুরী, রুবেল মিয়া, সুরুজ আলী, আবুবকর, আসদ্দর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, পবিত্র শবে মেরাজের রাত্রে মহান আল্লাহ তায়ালার ডাকে দয়াল নবী হযরত মোহাম্মদ (সাঃ) সরাসরি স্বশরীরে আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ তাহার প্রিয় হাবিব হযরত মোহাম্মদ (সাঃ) কে দান করেন এবং ঘোষণা করেন যে পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে ৫০ ওয়াক্ত নামাজের সমপরিমাণ ছোয়াব রহিয়াছে। মাজার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন মাজারের উন্নয়ন কাজের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে তবারক বিতরণ এবং মাজার জিয়ারতসহ বিশ্ববাসির জন্য শান্তি কামনা করে মোনাজাত করেন এলাকার প্রবীণ মুরুব্বি হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান।