Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে পানি চলাচলে বাধা ॥ বসতিরা হুমকির মুখে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নালা দিয়ে পানি চলাচলে বাধা দেওয়ায় প্রায় ১০ পরিবার ঝুঁকির মধ্যে বসবাস করছেন। বৃষ্টির পানি জমে যেকোন সময় বসত বাড়ি ধসে পড়ে জীবন হানির আশংকা দেখা দিয়েছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোক্তভোগীদের পক্ষে ওই গ্রামের ইকবাল হোসেন নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করেন, চন্দ্রপুর গ্রামের তাজু মিয়া সহ কতিপয় ব্যক্তি তাদের বাড়ির পাশ দিয়ে ত্রিপরা ছড়ায় প্রবাহিত পানি চলাচলের নালা সম্প্রতি বন্ধ করে দেন। এতে ১০/১২টি পরিবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মধ্যে পড়ে বাড়ি ঘর ধসে পড়ে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে তাজু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাগজপত্রে ওই জায়গা দিয়ে কোন পানি চলাচলের নালা নেই। সাময়িক পানি চলাচলের জন্য দেওয়া হয়েছিল।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, উভয়পক্ষকে নোটিশ করে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।