Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দীর্ঘ ২০ বছরে নিরসন হয়নি নবীগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভা ২য় শ্রেণীর থেকে ১ম শ্রেণীতে উন্নতি হলেও দীর্ঘ ২০ বছরে জলাবদ্ধতা নিরসনের নেই কোন সঠিক কোন ব্যবস্থা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি হলেই পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীসহ শহরে আসা সাধারণ মানুষের। যানচলাচলের প্রধান সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানচলাচলে ও ব্যহত হচ্ছে বলে শ্রমিকরা জানিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, জলাবদ্ধতার কারণে ঠিকমত ব্যবসা করতে পারছেন না তারা। দোকানের সামনে জলাবদ্ধতা থাকার ফলে পানি ভেঙ্গে দোকানে আসতে অনিহা ক্রেতাদের। এ জন্য লোকসান পোহাতে হয় ব্যবসায়ীদের। বিশেষ করে প্রাইমারী স্কুলের কোমলমতি শিশু কিশোরদের নানা সমস্যা ও দূর্ঘটনার আশংকা রয়েছে। স্কুলের শিশুরা জলাবদ্ধতার কারণে ড্রেনে পড়ে বড় ধরনের দূর্ঘটনা পড়তে পাড়ে এমনটাই আশংকা করছেন স্থানীয়রা। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। রবিবার সকালে বৃষ্টির পরে অনেকই তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন নবীগঞ্জ শহর নয়, যেন পানির ট্যাং। ইসতিয়াক নামে এক কলেজ ছাত্র তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, নবীগঞ্জ বাজারের গাজীর টেংকী নিজ বাসার সামনে পানি বন্ধি। চিন্তা করছি বাসার সামনে যেহেতু তাহলে একটা সুইমিং পুল দিব। নাম হবে গরীবের ওয়াটার ড্রিমলেন্ড পার্ক। এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, আমি এবং আমার পরিষদের কাউন্সিলর, কর্মকর্তা, কমচারী বৃন্দ সকলেই চেষ্টা করছি নবীগঞ্জ শহরের পানি ও জলাবদ্ধাতা নিরসন করতে।