Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ইউপি সদস্য হত্যাকাণ্ড ॥ ভাতিজা গ্রেপ্তার প্রাথমিক স্বীকারোক্তি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে আলোচিত ইউপি সদস্য ময়না মিয়া হত্যা মামলার এজহারনামীয় অন্যতম আসামী ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডালিম নিহত ময়না মিয়ার আপন ভাতিজা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ দাবি করেছে। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বানিয়াচং থানার এসআই আমিনুল হক এর নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের সহযোগিতায় আনোয়ারা থানা এলাকা থেকে ডালিমকে গ্রেফতার করে। গতকাল শনিবার গ্রেফতারকৃত ডালিমকে ৭দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডালিম ময়না মিয়া হত্যার সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, কিলিংমিশনে অংশগ্রহণকারী মূল হোতাদের তথ্য উদঘাটনসহ হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারের জন্য গ্রেফতারকৃত ডালিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোপূর্বে আরো ২জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে গত ২৫ মার্চ দক্ষিণ যাত্রাপাশা গ্রামের গরীব উল্লার ছেলে মাহমুদ মিয়া (২২)কে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। অপর গ্রেফতারকৃত সন্দেহভাজন নেত্রকোনার কালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে জালাল মিয়া (৩৫) কে বানিয়াচঙ্গের দক্ষিণ যাত্রাপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২২মার্চ রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দক্ষিণ যাত্রাপাশার বড়বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, মেম্বার ময়না মিয়া প্রতিদিনের ন্যায় বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছামাত্রই আগ থেকে উৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পার্শ্ববর্তী একটি ডোবার কচুরিপানার মধ্যে ফেলে রেখে দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি সদস্য ময়না মিয়ার ছেলে বাবলু মিয়া বাদী হয়ে ১০জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৬/৭জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিমধ্যে ইউপি সদস্য ময়না মিয়া হত্যাকাণ্ডের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি, এ মামলায় এ পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলার অন্যতম আসামী ডালিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে ডালিম সরাসরি জড়িত রয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। আমাদের কাছে এ হত্যাকাণ্ডের যে সকল তথ্য-উপাত্ত রয়েছে কঠোর গোপনীয়তার মধ্যে এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত অপরাধীকে সনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।