Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ৭ম তম বৃত্তি প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শিক্ষা, স্বাস্থ্য ও মানবতার সেবায় নিয়োজিত মাষ্টার ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় তাহিরপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন মাষ্টার ফাউন্ডেশন কর্তৃপক্ষ। উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওঃ মোঃ আব্দুল হাই। মানপত্র পাঠ করেন তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র দাশ। মাষ্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষক সিরাজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে ও শাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আব্দুল আউয়াল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ও এনটিভি ইউরোপের লুটন প্রতিনিধি মঈনুল ইসলাম দুলাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নয়মৌজা ইত্তেফাকিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ছুরুক মিয়া, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিক্ষক সুহেল মিয়া, গন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাহিনুর আক্তার চৌধুরী পান্না, শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহেলা খাঁনমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাস্টার ফাউন্ডেশন বিগত ৭ বছর যাবত বৃত্তি প্রদান ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে।
উপস্থিত অতিথিরা শিক্ষা, স্বাস্থ্য ও মানবতার সেবায় নিয়োজিত মাষ্টার ফাউন্ডেশনের সফলতা কমনা করেন।