Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিদ্যুৎ প্ল্যান্টে শ্রমিক ও ঠিকাদার ধর্মঘট

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ ধর্মঘটের কারণে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার থেকে চলছে ধর্মঘট। সামিট ও চায়না গ্র“পের একাধিক প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে। বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টে শ্রমিক, স্থানীয় লোকজন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের আহ্বানে এ ধর্মঘট চলছে। স্থানীয়দের বিভিন্ন দাবি বাস্তবায়নের নিমিত্তে ওই কর্মসূচী দেয়া হয়েছে। রবিবার বিকেলে মহাসড়কের আউশকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় সকল শ্রেণী-পেশার লোকজনের ঐক্যমতের ভিত্তিতে এ কর্মসূচী দেয়া হয়। আগামী শনিবার বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টে নিয়োজিত সামিট এবং চায়না কোম্পানীসহ বিভিন্ন কোম্পানীর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক আহবান করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মালামাল সরবরাহে সড়ক পথ ও নদী পথের কার্যক্রম বন্ধ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় সূত্র জানায়, গ্যাসক্ষেত্র বিবিয়ানার গ্যাস দিয়ে কুশিয়ারার তীরবর্তী পারকুল ও বনগাঁও এলাকায় বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে নিয়োজিত রয়েছে দেশের বৃহত জ¦ালানী কোম্পানী সামিট গ্র“প। তিন সেক্টরে উৎপাদন কেন্দ্র স্থাপনের নমিত্তে পাওয়ার প্ল্যান্ট-২ এর কার্যক্রম শুরু হয়েছে। আগামী জুলাই মাসে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালনের নিমিত্তে দ্রুত গতিতে কাজ চলছে। ২০১৩ সালের মার্চ থেকে পাওয়ার প্ল্যান্ট-২ এর কার্যক্রম শুরু হয়। সামিট থেকে সাব-কন্ট্রাকে উৎপাদনে নিয়োজিত হয় চায়না কোম্পানী এনিপিসি এবং সিইডিসি। সরকারের হাইকমান্ড চলতি বছরের জুলাই মাসের পূর্বেই প্ল্যান্ট-২ থেকে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছে। প্ল্যান্ট-২ থেকে জাতীয় গ্রীডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জুলাই মাসের যে কোন সময়ে আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। সেই মোতাবেক পুরোদমে চলছে কার্যক্রম। প্ল্যান্ট-১ এর কাজও পেয়েছে সামিট গ্র“প। এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। প্ল্যান্ট-৩ নিয়ে কাজ করবে জাপান ও মালয়েশিয়া ভিত্তিক মারুবিনি নামের একটি কোম্পানী। স্থানীয় সূত্র জানায়, কুশিয়ারা তীরবর্তী পারকুল এলাকায় ১১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্ল্যান্ট-২ পুরোদমে চলছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় সামিট ও চায়না কোম্পানী তিন ভাগে বিভক্ত প্ল্যান্ট-২ এর কার্যক্রম শুরু করে। লেবার, বালু, পাথর, ইট এবং ওয়্যারিং কেবলসহ বিভিন্ন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার এবং বিল পরিশোধ নিয়ে ক্ষোভের সঞ্চালন হয়। ভূমি অধিগ্রহণে সর্বস্বান্ত কৃষক ও বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্র“তি নিয়ে হতাশা দেখা দেয়। ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক না দিয়ে সিমেন্ট ও রডসহ লাভজনক পণ্যের সরাসরি আমাদনি শুরু করে সামিট ও এনিপিসি। এছাড়াও স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেয়া ওয়ার্ক অর্ডারে বালু, পাথরসহ বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য হৃাস করে। চায়না ম্যাজিকে কুপোকাত স্থানীয় শ্রমিক, সিকিউরিটি বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় ও ঠিকাদারী প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বিরোধ, সংঘাত, মামলা পাল্টা মামলার নেপথ্যে রয়েছে সামিট ও চায়না কোম্পানী এনিপিসি। উল্লেখিত অভিযোগ নিয়ে একাট্রা ঠিকাদারী প্রতিষ্ঠান ও স্থানীয় লোকজন। সিকিউরিটি ও শ্রমিক নিয়োগ নিয়ে অভিযোগ ছাড়াও বহিরাগতদের অগ্রাধিকার নিয়ে ক্ষোভ রয়েছে। এছাড়াও দরপত্র ছাড়াই দেয়া হয় ওয়ার্ক অর্ডার। এসব অভিযোগে পুঞ্জিভূত ক্ষোভ ধর্মঘটে রূপ নেয়। গত রবিবার বিকেলে আউশকান্দি ইউনিয়ন পরিষদে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান এবং স্থানীয় লোকজন সংশ্লিষ্ট কোম্পানী সামিট গ্র“পের বিভিন্ন প্রতিশ্র“তি নিয়ে আলোচনায় মিলিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বক্তব্য দেন, গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাপার সহ-সভাপতি ইলিয়াছ আহমদ, ইউপি সদস্য সুজন মিয়া, কয়ছর আহমদ, আবদুল আহাদ, বজলুর রহমান, আনহার মিয়া, শিবলী আহমদ প্রমূখ। স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলওর হোসেন বলেন, বিদ্যুৎ প্ল্যান্টে নিয়োজিত সামিট গ্র“প এলাকার উন্নয়নে চিকিৎসা কেন্দ্র, স্কুল, কলেজ এবং বেকারদের কর্মসংস্থানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্র“তি দেয়। বঞ্চিত জনপদের উন্নয়নে কিছুই করেননি। সামিট গ্র“প প্রতিশ্র“তি রক্ষা করেনি। এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চালন হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হয়নি।