Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডায়রিয়ার প্রকোপ হাসপাতালের মেঝেতেও রোগী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিন নতুন নতুন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। তাদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। বেড না পেয়ে এসব রোগীদেরকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। চুনারুঘাট হাসপাতালে গত এক সপ্তাহে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে অতিরিক্ত রোগী আসায় হাসপাতাতে ডায়রিয়া রোগে ব্যবহৃত ওষুধ ও স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে রোগী ও রোগীর স্বজনরা বাইরে থেকে ওষুধ কিনছেন। সরেজমিনে দেখা গেছে, চুনারুঘাট হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়ার রোগীরা বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। গত ১ সপ্তাহে ১৯৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে চুনারুঘাট হাসপাতালে ১৭ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন আছেন। বেডের অপ্রতুলতায় তারা মেঝেতে অবস্থান করছেন। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ডায়রিয়া রোগী জানালেন, হাসপাতাল থেকে স্যালাইন ও সামান্য কিছু ওষুধ দেয়া হলেও ইনজেকশনসহ অন্যান্য ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার মুমিন উদ্দিন চৌধুরী জানান, হঠাৎ করে ভ্যাপসা গরম ও দুষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভর্তি রোগীদের চিকিৎসা সেবাসহ আগতদের পরামর্শ দেয়া হচ্ছে। যাতে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তিনি আরো জানান, ডায়রিয়া রোগীদের জন্য খাবার স্যালাইন পর্যাপ্ত রয়েছে। তবে কলেরা স্যালাইনের সরবরাহ একটু কম থাকায় পর্যাপ্ত দিতে পারছিনা। এছাড়া বেডের স্বল্পতা থাকায় সবাইকে বেডও দিতে পারছি না।