Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খেলাধুলার আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ এমপি বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। খেলাধুলা শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। তাই খেলাধুলার আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় প্রয়াত দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাজী শিপু আহমেদের সভাপতিত্বে ও জাহেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইমু গাজী, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন আহমেদ, ছাত্রলীগ নেতা রাসেল শরীফ, রিহান আহমেদ, জহিরুল ইসলাম, শাহিন মিয়া, আরজু মিয়া, রুহেল আহমেদ, নিপুন আহমেদ, সুলতান আহমেদ কবির, আজাদ আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ। মিরাশদার ক্রিকেট ক্লাব ও শাহ ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় জয় পায় মিরাশদার ক্রিকেট ক্লাব। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরষ্কার হিসেবে ফ্রিজ ও দ্বিতীয় পুরষ্কার হিসেবে রানার্সআপ দলের অধিনায়কের হাতে টেলিভিশন তোলে দেন।