Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডেসটিনির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করেন। অভিযুক্ত ডেসটিনির কর্মকর্তা দুই আসামী হল-মাধবপুরের সাকুচাইল গ্রামের শেখ আরজু মিয়ার পুত্র শেখ মোঃ জাহাঙ্গীর ও হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামের আব্দুস ছোবহানের পুত্র মোঃ আব্দুল আলিম। মামলার বাদী হবিগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট এএইচএম সাইদুজ্জামান মামলায় উল্লেখ করেন-আসামীগন ডেসটিনির কর্মকর্তা। তাদের সাথে পরিচয়ের সূত্রধরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা তারা হাতিয়ে নেয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তারা আজ নয় কাল করে কালক্ষেপন করতে থাকে। এ ব্যাপারে বিভিন্নভাবে যোগাযোগ করেও টাকা আদায় করা সম্ভব হয়নি। হবিগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম গত ২৪ মার্চ মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে প্রসেস ইস্যু করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। আদালতে উপস্থিত আইনজীবীগন এ সময় ডেসটিনির বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অর্থ আত্মসাত টাকা পাচারসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।