Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কদ্দুছ আলী সরকার, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তৃতায় এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, তিলে তিলে বাঙালি জাতিকে সংগঠিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই আমরা পেয়েছি মহান স্বাধীনতা। দীর্ঘদিন পর বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়ভাবে পালিত হচ্ছে ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটিকে আন্তর্জাতিক মর্যাদা দিতে জাতিসংঘের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতে এদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এ সময় স্বাধীনতার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান তিনি।