Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটারমাটি গ্রামের কাদির মিয়ার মেয়ের জামাতা রফিক মিয়ার সাথে প্রতিবেশী ঝুনু মিয়ার ভাতিজা মুস্তাকিম মিয়ার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিক্ষেপ করা হয়। এ সংঘর্ষে দু’পক্ষের ৩০জন আহত হন।
পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আশংকাজনক অবস্থায় মইনুল মিয়া (২২), কাদির মিয়া (৭৫), আমীর হোসেন (২৮), কমর উদ্দিন (৩০), তাকমিনা বেগম (২৮), আলাল মিয়া (৩০) ও রিপন মিয়া (২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।