Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষা সফরে ইন্দোনেশিয়া গমণ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ কুর্শি ইউপি চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ॥ স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শিক্ষা সফরে ইন্দোনেশিয়া গমন উপলক্ষে ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান-১ মোঃ পারছু মিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এইচ এম ওয়ারিছুল আম্বিয়া তালুকদার এবং গীতা পাঠ করেন সুশীতল কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নাহিজ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক খোয়াই যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, হবিগঞ্জের প্রাচীণতম সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমার সাবেক সম্পাদক ও প্রকাশক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার হাবিবুর রহমান শাহিন। নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ বাছিতের সঞ্চালনায় বক্তব্য দেন, নয়মৌজা ইত্তেফাকিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার, ব্রাকের চিকিৎসক ডাঃ হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক নুরুল ইসলাম খেজুর, উত্তম কুমার পাল হিমেল, আলাউর রহমান, ইউপি সদস্য আবদাল মিয়া, রঞ্জু দেব, ইউপি সদস্য সুজন মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা চৌধুরী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামলাল আহমদ, সাবেক মেম্বার পারছু মিয়া, মাষ্টার মুছা মিয়া, সৈয়দ নুরুল ইসলাম, মাষ্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মুতাব্বির হোসেন সরদার, ছাত্র নেতা আবুল কালাম মিঠু, সাবেক মেম্বার আনছার মিয়া, হাজী মিরাশ উদ্দিন, মীর হায়দর আলী, সদর উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা স্থানীয় জনপদের উন্নয়নে চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের নিরলস ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও গতিশীল উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা সম্প্রসারণে সৈয়দ আজিজুর রহমান কনর মিয়া ও হাবিবুর রহমান রাজা মিয়া প্রতিষ্ঠিত সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার দাবি জানান। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদ বিদ্যালয়কে শীঘ্রই কলেজ হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দেন। উল্লেখ্য, ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সরকারী তত্ত্ব¡াবধানে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সৈয়দ খালেদুর রহমান ইন্দোনেশিয়া গমণ করেন।