Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বার লাইব্রেরী ক্যান্টিনসহ ২ হোটেল অস্বাস্থ্যকর ভেজাল ও মূল্য তালিকা না থাকায় ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে ভেজাল ও মূল্য তালিকা না থাকায় আইনজীবী ক্যান্টিনকে ২ হাজার টাকা, ফারুক স্টোরকে ১ হাজার এবং পঁচাবাসী ও দুর্গন্ধ চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয়ের অপরাধে নিউ কলাপাতাকে ২ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন রিজার্ভ পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। তিনি জানান এ অভিযান অব্যাহত থাকবে।