Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সোনার বাংলা মডেল হাইস্কুল এর প্রাথমিক শাখায় দুই শিক্ষার্থীর বৃত্তি লাভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার জাঙ্গাল পাড়ায় অবস্থিত সোনার বাংলা মডেল হাইস্কুল এর প্রাথমিক শাখা থেকে দুই কৃতি শিক্ষার্থী প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করেছে। ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এনাতাবাদ গ্রামের প্রাইমারী শিক্ষক আজাদুর রহমানের মেয়ে নুসরাত জাহান (রোল নং ৩০১২) এবং কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনের পুত্র রামিম হোসেন (রোল নং ৩০০২) প্রাথমিক গ্রেডে বৃত্তি লাভ করে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে শতভাগ সফলতাসহ পি’ইসিই এবং জেএসসি পরীক্ষায় প্রায় নিয়মিত বৃত্তি পেয়ে আসছে। নিজস্ব ক্যাম্পাসে বর্তমানে প্রতিষ্ঠানে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান অব্যাহত রয়েছে। এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই কৃতকার্য হয়। ধারাবাহিক সফলতা অব্যাহত রাখায় সোনার বাংলা মডেল হাইস্কুলে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। এছাড়াও প্রাতিষ্ঠানিক উন্নয়নে এলাকার সুশীল সমাজ ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।