Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের জিশান ইলেক্ট্রনিক্সে আবারো চুরি ৪০ লাখ টাকার মোবাইল ফোন গায়েব

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় জিশান ইলেক্ট্রনিক্সে অভিনব কায়দায় আবারো চুরি সংঘটিত হয়েছে। চোরেরা প্রায় ৪০ লাখ টাকার মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই চোরকে আটক করেছে পুলিশ। আটকরা হলো, রেনু মিয়ার পুত্র ওই এলাকার আলোচিত করিম রেস্ট হাউজের মালিক ফরিদ মিয়া (৪০) ও আব্দুল মজিদের পুত্র ম্যানেজার আজিজ মিয়া (৩০)। দোকানের মালিক জিশান ইসলাম জানান, গত শুক্রবার রাত ১০টায় প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন শনিবার সকালে তিনি দেখেন দোকানের সাথে তার মোবাইলে কানেকশন সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসেন। এ সময় বেলা ১১টা বাজে। দোকানের তালা খুলে দেখেন তাঁর দোকানের মালামাল এলোমেলো এবং সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন ও পেছনের দরজা ভাঙ্গা। চোরেরা দোকানে থাকা বেশ কিছু সিম্মনি এন্ড্রয়েট স্মার্ট ফোন নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ টাকা। সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এছাড়া ব্যকস সভাপতি শামছুল হুদা ও সাধারণ সম্পাদক আলমগীর মিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। দিনভর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই জনকে আটক করে।
ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, পুলিশ মালামাল উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং দুইজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালেও একই কায়দায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে চোরেরা ২০ লাখ টাকার সিম্পনি মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া চুরি করার সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।