Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় ৫ বাংলাদেশী মুসল্লিসহ ৫০ জন নিহত হওয়ার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে মানববন্ধনে মিলিত হয়। সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা কাজী এম হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান দত্তগ্রামী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, কেন্দ্রীয় তালামিয নেতা আব্দুল মুহিত রাসেল, উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম এ সবুর, আল ইসলাহ নেতা আহমদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কবি আবু তাহের চৌধুরী, হায়দরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আফরোজ আল হাবীব, জাতীয় পার্টির নেতা কমান্ডার এম এ খালেক, নোয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন ধন মিয়া, মাওলানা আদনান রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী, ফিউচার গ্র“পের পরিচালক সোহেল আহমদ, ছাত্রনেতা আবিদ হাসান, সাজ্জাদুর রহমান তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা নিউজিল্যান্ডের দুটি মসজিদে এ ধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর ফাঁসি দাবী করেন। উক্ত মানববন্ধনে কোরআন তিলাওয়াত করেন শিবপাশা জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাকিম বিল্লাহ আতিকী এবং মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাওলানা আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান দত্তগ্রামী।