Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রসাশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রসাশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বিভিন্ন স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিউল আলম। বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, সিফরডি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহম্মদ চৌধুরী, ইউনিয়ন কো-অর্ডিনেটর শাহজাহান মিয়া, রিপন চন্দ্র শীল, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমূখ। পরিদর্শনে স্কুলগুলোর স্যানিটেশন ব্যবস্থা, সীমানা প্রাচীর, ভবন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের অভাব লক্ষ্য করা যায়। লোকবলের অভাবে উক্ত স্বাস্থ্য কেন্দ্রটির সেবা কার্যক্রম বন্ধ রয়েছে ও ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরকারি বরাদ্দ হতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সফিউল আলম। পরিদর্শন শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।