Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে স্বাধীনতা দিবস কাবাডির ফাইনালে ভাদেশ্বর ও পুটিজুরী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুটিজুরী ও ভাদেশ্বর ইউনিয়ন। বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯।
গত ২০ মার্চ বুধবার থানা প্রাঙ্গণে ৭টি ইউনিয়ন দলকে নিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাহুবল সদর ইউনিয়ন দলকে ৩৪-১৯ পয়েন্টে পুটিজুরী ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সাতকাপন দলকে ২১-২৪ পয়েন্টে ভাদেশ্বর ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালের টিকিট পায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন।
আগামি মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।