Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আন্তর্জাতিক বন দিবস পালন

চৃুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাতছড়ি জাতীয় উদ্যানে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতছড়ি রেঞ্জ ও সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ আনিসুর রহমান।
সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, বিট কর্মকর্তা সামসুদ্দিন আহমেদ, পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল, সেক্রেটারি শফিক মিয়া মোল্লাহ, পাহাড় রক্ষা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাবুল, সিপিজি সভাপতি চিত্ত দেববর্মা ও আবু তাহের। পরে বন পাহাড়া দলের ৩৫ সদস্যকে নিয়ে বন টহল পরিচালনা করেন সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান।
সভায় বক্তারা বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান বাচাঁতে হলে সাতছড়ি পাহাড় বাচাতে হবে, রঘুনন্দন পাহাড় ও রেমা কালেঙ্গা তথা তরফহিল পাহাড় করতে হলে প্রথমেই এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। চুনারুঘাটের ১৮ হাজার হেক্টর বন রয়েছে। এসব বনে নানা প্রজাতির বন্যপ্রাণী ও জীবজগতের প্রাণিকুল ও উদ্ভিদকুল বাচাতে হলে পাহাড়ের প্রতি মানুষের সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে গাছ চুরি ও বনের সম্পদ চুরি বন্ধ করতে হবে।